সােমবার বৃটিশ সরকার বিবৃতি দেবে
নয়াদিল্লী, ৩ এপ্রিল এক বিবিসি সংবাদে বলা হয়েছে যে, বৃটিশ পার্লামেন্টে শ্রমিক সদস্য শ্রী পিটার শাের দাবি করেন যে বৃটেনের কর্তব্য ইয়াহিয়া সরকারকে জানিয়ে দেওয়া যে, বাঙলাদেশের নির্বাচিত প্রতিনিধিদের ভালমন্দ ভাগ্য সম্পর্কে বৃটিশ জনগণ ব্যগ্র।
পররাষ্ট্রমন্ত্রী হিউম বলেছেন আগামী সােমবার দিন তিনি এ প্রশ্নে “প্রকৃত পরিস্থিতি” বিবৃতি করবেন।
সংবাদে বলা হয়েছে পাকিস্তান জাতীয় পরিষদের নিরুঙ্কুশ সংখ্যা গরিষ্ঠ দল আওয়ামী লীগের অনেক সদস্যকে ইয়াহিয়ার সৈন্য হত্যা করেছে।
সূত্র: কালান্তর, ৪.৪.১৯৭১