হক কথা ২ জুন ১৯৭৮
৩রা জুন ছিল জিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। জিয়া তখনও সেনা প্রধান। সামরিক পোষাকেই একটা রাজনৈতিক দল এবং ফ্রন্ট বানাইয়া সামরিক আইনের মধ্যেই নির্বাচন করছেন। ন্যাপ ভাসানির ৯০% নেতা জাগদলে যোগ দিয়েছে। ১০% আছে কিছু খুচ্ রা নেতা। এরা ছিল জাগদলের চেয়ে অনেক অনেক বেশী জিয়া প্রেমী অন্তত তাদের মুখপাত্র হক কথা তাই বলে। নির্মম ভাবে নিহত জাতির জনকের বিকৃত রুচির কার্টুন আকাইয়া তারা নির্বাচনের পূর্ব দিনের সংখ্যা প্রকাশ করে। ওসমানীর মোচ লাগানো মৃত মুজিব কে নিয়া আওয়ামী নেতাদের কবরের দিকে যাওয়ার কার্টুন প্রকাশ করে।