১৯৪৯ সালে শেখ মুজিবের আয় মাসে দুই হাজার টাকা। পিতার জমি প্রায় ১০০ বিঘা
২৫ মে ১৯৪৯ তারিখের গোয়েন্দা রিপোর্টে শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু তথ্য উল্লেখ করা হয়। রিপোর্ট প্রদানকারী ব্যক্তি কারাগারে বন্দী শেখ মুজিবকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রিপোর্টটি প্রস্তুত করে। রিপোর্টে যা আছে তা এরকম। শেখ মুজিবের বয়স ২৮ বছর। তার বাবা মুন্সেফ কোর্টের অবসরপ্রাপ্ত সেরেস্তাদার। তিনি প্রতি মাসে ৫০ থেকে ৬০ টাকা পেনশন ওয়ান। তার পরিবারে আয়যোগ্য আর কোন সদস্য নাই। শেখ মুজিবের পিতার প্রায় ১০০ বিঘা খাস আবাদি জমি আছে। তার বাবা কোন আয়কর দেন না। তিনি একজন তালুকদার এবং সন্মানিত ব্যক্তি।
মুজিবুর রহমান বিবাহিত। বৈবাহিক সূত্রে তার কিছু জমি আছে। তা থেকে তার মাসে প্রায় দুই হাজার টাকার মত আয় হয়। আটক হবার সময় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলো। নিজের মাসিক আয়ের বাইরে সে তার বাবার থেকে প্রতি মাসে হাতখরচ পায়। তার অন্য কোন আয়ের উৎস নাই। [1, pp. 169–171]
Reference:
[1] S. Hasina, Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, Vol I 1948-1950. Hakkany Publisher’s, 2018.