You dont have javascript enabled! Please enable it!

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মানিক মিয়াকে লেখা চিঠি

১২ সেপ্টেম্বর ১৯৫১ তারিখের পাকিস্তানি গোয়েন্দা নথিতে মানিক মিয়াকে লেখা বঙ্গবন্ধুর একটি চিঠি পাওয়া যায়। চিঠিটি নীচে যুক্ত করা হল।
কেন্দ্রিয় কারাগার, ঢাকা।
১২/৯/১৯৫১
মানিক ভাই
আমার ছালাম নিবেন। আমার মনে হয় আপনারা সকলে আমার জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছেন। চিন্তার কোন কারণ নাই। আমি জেল হাসপাতালে ভর্তি আছি। চিকিৎসার চেষ্টা খুবই হইতেছে। হাসপাতালে কিছুদিন থাকতে হবে বলে মনে হয় কারন শরীরের অবস্থ্য এখনও উন্নতির দিকে যায় নাই।
আতাউর রহমান সাহেব দেখা করতে এসেছিলেন। ফেডারেল কোর্ট করা যায় কিনা আর করিবে কিনা? জনাব সুহরাওয়ার্দি সাহেবতাে পিন্ডি মামলা নিয়া ব্যস্ত। কে মামলা পরিচালনা করবেন ? আপনি সুহরাওয়ার্দি সাহেবের কাছে চিঠি লেখে জানুন তিনি করতে পারবেন কিনা। আর তাহা না হলে অন্য কাহাকে দিয়া মামলা করার কোন অর্থ হবে বলে আমার মনে হয় না। আপনারা বাহিরে আছেন। ছালাম সাহেব, আতাউর রহমান সাহেব ও অন্যান্য সকলের সাথে পরামর্শ করে যাহা ভাল বােঝেন তাহাই করিবেন। আমার কিছু বলার নাই। শুনে সুখী হবেন, সিগারেট খাওয়া ছেড়ে দিয়াছি কারণ আর কতদিন বাবার পয়সা সর্বনাশ করা যায়। আর শরীরের অবস্থাও ভাল না কারন হঠাৎ ঢাকা জেলে আসার পর থুথুর সাথে পর পর তিন দিন কিছু রক্ত পড়ে। তবে সে রক্ত সর্দি শুকাইয়াও হাতে পারে আবার হাচি খুব বেশী হয় বলে অনেক সময় গলা ফেটেও রক্ত পড়তে পারে আর কাসের সাথেও হতে পারে তাই নিজের থেকেই হুসিয়ার হয়ে যাওয়া ভাল। কতকাল থাকতে হয় ঠিক তাে নাই। X Ray করার কথা বলেছি তবে সরকারের কাজে সকল সময়ই খুব সময় লাগে। কবে X Ray করে বলা যায় না। তবে যাহাতে তাড়াতাড়ি হয় তাহার চেষ্টা করিব। ঢাকা জেলের সুপার সাহেব খুব ভাল ডাক্তার। তাই শীঘ্রই ভাল হয়ে যাবাে বলে আশা করি। চিন্তার কোনই কারণ নাই। জেলখানায়ও যদি মরতে হয় তবে মিথ্যার কাছে কোন দিন মাথা নত করবাে না। আমি একলা জেলে থাকাতে আপনাদের কোন অসুবিধা হবে না। কাজ করে যান খােদা নিশ্চয়ই সাহায্য করবে। আমার জন্য কিছুই পাঠাবেন না। আমার কোন কিছুরই দরকার নাই। নূতন চীনের কিছু বই যদি পাওয়া যায় তবে আমাকে পাঠাবেন। চক্ষু পরিক্ষার পর আপনাকে খবর দিবাে কারণ চশমা কিনতে হইবে। নিজেই দরখাস্ত করে আপনার সাথে দেখা করতে চেষ্টা করিব। বন্ধুবান্ধবদের ভালবাসা দিবেন। ভাবিকে ছালাম দিবেন।
আপনার ছােটভাই
মুজিব। [1, pp. 78–79]

Reference:
[1] S. Hasina, Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, Vol II 1951-1952, vol. II. Hakkany Publisher’s, 2018.

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!