You dont have javascript enabled! Please enable it! 1962 | ১৯৬২ শেখ মুজিব এর চাকুরিকাল  - সংগ্রামের নোটবুক

১৯৬২ শেখ মুজিব এর চাকুরিকাল
১৯৬০ সালের ১ অক্টোবর বঙ্গবন্ধু জেল থেকে মুক্ত হয়ে আলফা ইন্স্যুরেন্স কোম্পানীতে কন্ট্রোলার অব এজন্সিস পদে চাকুরী নেন। ইন্সুরেন্স এর মালিক ছিলেন পশ্চিম পাকিস্তানী ইউসুফ আব্দুল্লাহ হারুন। তার পিতা এবং তার সাথে জিন্নাহ এর ভাল সম্পর্ক ছিল। জিন্নাহ তাকে সিন্ধুর গভর্নর বানাইয়া ছিলেন। জিন্নাহের মৃত্যুর পর হারুন সাইড লাইনে চলে যান। পরে নির্বাচন হলে প্রাদেশিক পরিষদ পরিষদের সদস্য এবং পরে এমসিএ এবং এমএনএ মনোনীত হন। সেই সংসদেই শেখ মুজিবের সাথে পরিচয়। রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী হলেও মুজিবের ব্যক্তিত্ব দেখে তার প্রতি আকৃষ্ট হন। আইউবের মার্শাল ল এর সময় হারুন শেখ মুজিবকে খবর দিয়ে এনে তার ইন্সুরেন্সে এ মোটা বেতনে চাকুরী দেন। তাজউদ্দীন ও সেখানে কিছুদিন চাকুরী করেছিলেন। আগরতলা মামলায় গ্রেফতারের আগ পর্যন্ত মুজিব ফুলটাইম চাকুরী করেছেন। রাজনীতি করেছেন চাকুরীর ভিতরেই থেকে। কারন তখন রাজনৈতিক কার্যক্রম অনেক সীমিত ছিল। Proda, Ebdo, জননিরাপত্তা আইন ও দমন নীতির কারনে তখন রাজনীতি ছিল জটিল। ছবিতে আলফা ইন্সুরেন্স অফিসে হোসেন শহীদ সোহরাওারদি দাওয়াতে এলে ইন্সুরেন্স এমডি হারুন হোসেন শহীদ সোহরাওারদি কে স্বাগত জানান। সাথে ছিলেন তফাজ্জল হোসেন মানিক মিয়া। মুজিব একেবারে পিছনে দাঁড়িয়েছেন।