You dont have javascript enabled! Please enable it!

২৯ মে, ১৯৭১ সালদা নদী আক্রমন

ক্যাপ্টেন গাফফারের নেতৃত্বে ৪র্থ বেঙ্গলের ‘সি’ কোম্পানি সৈন্যরা কুমিল্লার শালদা নদীর পশ্চিম শিবপুর, বাজরা ও সাগরতলায় পাকসেনাদের অবস্থানের ওপর তীব্র আক্রমণ চালায়। মুক্তিযোদ্ধাদের এ অভিযানে পাকবাহিনীর ৩১ তম বালুচ রেজিমেন্টের মেজর দুররানী নিহত ও ২৭ জন সৈন্য হতাহত হয় এবং অনেক প্রতিরক্ষা বাঙ্কার ধ্বংস হয়।
সুত্র: মুক্তিযুদ্ধ জাদুঘর
নোটঃ পাকিস্তান সরকারের শহীদ তালিকা অনুযায়ী ২৯ তারিখ অন্য ব্যাটেলিয়ন এর ভিন্ন নামে ২ জন মেজর নিহত হন। ৩১ বালুচ এর মেজর জাভেদ খান মারা যান ৮ জুন।
ফটোঃ নভেম্বর মাসের শেষ সপ্তাহে সালদা নদী এলাকা দখলের এপি ভিডিও থেকে নেয়া

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!