You dont have javascript enabled! Please enable it! 1971.05.24 | পরিষদ সদস্য মোশারফ হোসেন শাজাহান আওয়ামী লীগ ত্যাগ করে অখণ্ড পাকিস্তানের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করিয়াছেন - সংগ্রামের নোটবুক

২৪ মে ১৯৭১ মোশারফ হোসেন শাজাহান

ভোলা হইতে নির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্য মোশারফ হোসেন শাজাহান আওয়ামী লীগ ত্যাগ করে অখণ্ড পাকিস্তানের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করিয়াছেন। তিনি বলেন তিনি সেই বেক্তি যার পাকিস্তানের আদর্শ ও ঐক্য এর প্রতি দৃঢ় বিশ্বাস আছে। তিনি বলেন আমি কোন দিন ৬ দফার প্রতি বিশ্বাস স্থাপন করি নাই।
নোটঃ পরবর্তীতে তিনি ভয়ঙ্কর একজন রাজাকার এ পরিনত হইয়াছিলেন। তিনি এবং মেজর হাফিজের পিতা ডাঃ আজহারউদ্দীন এমএনএ মুলত ছিলেন ভোলার প্রশাসক। এখানে পাক বাহিনীর গমনাগমন তেমন ছিল না। উভয়েই ৭২ সালে আওয়ামী লিগ থেকে বরখাস্ত হয়েছিলেন। ৭৮ সালে বিএনপি গঠন হলে মোশারফ হোসেন শাজাহান বিএনপি তে যোগদান করেন। ৯১ সালে প্রতিমন্ত্রী হন।