You dont have javascript enabled! Please enable it!

সীমান্ত অঞ্চলে পাক গােলা বর্ষণ

আগরতলা, ২৫ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন সীমান্ত শহর ও গ্রামাঞ্চলে পাক গােলা বর্ষণের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন পূর্বে কমলপুর শহরের উপর গােলা বর্ষণের ফলে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিলােনিয়া সীমান্তে পাক বাহিনীর পুতে রাখা মাইন বিস্ফোরণের ফলে কয়েকজন ভারতীয় নাগরিক নিহত হন। অথচ ঐ সমস্ত অঞ্চলে কাফু জারি করা ছিল। অসামরিক প্রতিরক্ষা ব্যবস্থার এই শােচনীয় বিপর্যয়ে জনমনে দারুণ বিক্ষোভ দেখা দিয়েছে। ৪/৫ দিন পূর্বে খােয়াই-বেলছড়া রােডে মাইন বিস্ফোরণের ফলে একটি ট্রাক্টর ধ্বংস হয়। চালকসহ পাঁচজন নিহত হন ও বহু সংখ্যক আহত হয়। সীমান্তবাসীরা দলে দলে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়েছেন। সরকারের পক্ষ থেকে তাদের কোনাে সাহায্য দেওয়া হচ্ছে না।
আগরতলা বার এসােসিয়েশন এক প্রস্তাবে অসামরিক প্রতিরক্ষায় শশাচনীয় বিপর্যয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং সীমান্তবর্তী ভারতীয় নাগরিকদের পূর্ণ নিরাপত্তার দাবিতে উপরাজ্যপালের নিকট ডেপুটেশন দিয়েছেন।

সূত্র: দেশের ডাক
২০ আগস্ট, ১৯৭১
০৩ ভাদ্র, ১৩৭৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!