মে ১৯৭১ পাকিস্তান ক্রিকেট দলের ব্রিটেন সফর
আড়াই মাসের সফরে পাকিস্তান ক্রিকেট দল এপ্রিলের শেষে লন্ডনে পা দেয়ার সাথে সাথে বাঙালি পাকিস্তানীরা প্রতিবাদে রাস্তায় নামেন। এই ঘটনা নিয়া গার্ডিয়ান পত্রিকা বাঙ্গালিদের তীব্র সমালোচনা করে প্রতিবেদন প্রকাশ করে। মে মাসের ১ তারিখে উড়সটারশায়ারে প্রথম শ্রেণীর প্রথম ম্যাচের আগে ৬০০ বাঙালি প্রতিবাদ বিক্ষোভ করেন। বাংলাদেশ একশন কমিটি বারমিংহাম শাখা জগলুল পাশার নেতৃত্ব এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। লনডন থেকে ১০০ ছাত্র এই সমাবেশে যোগ দেয়। ৬ মে এজবাস্তনে ২য় প্রথম শ্রেণীর ম্যাচের আগে জগলুল পাশার দল ২০০০ লোকের বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ৮ তারিখে নরদামটন শহরে অনুরূপ বিক্ষোভ প্রদর্শন করা হয়। তারা ক্রিকেট ম্যাচ বাতিল করে ক্রিকেট টীমকে পাকিস্তানে ফেরত যাওয়ার দাবি জানায়।
জুনে দ্বিতীয় টেস্ট ম্যাচ এর পর ইংল্যান্ডের একটি চ্যারিটি প্রতিষ্ঠান ৭১ এর যুদ্ধে আক্রান্ত সাধারণ বাঙালিদের জন্য ফান্ড রাইজিং এর উদ্যোগ নেয় – সেজন্য তারা ইংল্যান্ড এবং পাকিস্থান এর ক্রিকেটারদের সিগনেচার করা ব্যাট নিলামে তুলবে।
আফতাব গুল এবং তার নেতৃত্বে একটি গ্রুপ এই ব্যাটে সাইন করতে অস্বীকার জানায়।
ব্রিটিশ মিডিয়ায় এ ঘটনাটি ফলাও করে প্রচার করা হবে ভেবে পাকিস্থান ক্যাপ্টেন ইন্তিখাব আলম আফতাব গুল কে আবারো রিকুয়েস্ট করেন ব্যাটে সাইন করার জন্য।
সহ খেলোয়াড়দের তিনি বলেছিলেন “they were not willing to do anything that would benefit the ‘traitors’ (Bengalis). They only came around when the government of Pakistan ordered them to sign the bat.”
সেই পাকিস্থান দলের বাকি সদস্য ছিলেন– ইমরান খান, জহির আব্বাস, মুশতাক মোহাম্মদ, আসিফ ইকবাল, ওয়াসিম বারীর মত খেলোয়াড়।