ঢাকার অবস্থা স্বাভাবিক
আগরতলা, ২১ ডিসেম্বর: বিভিন্ন বার্তা প্রতিষ্ঠানের সূত্রে জানা যায় যে, বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের অবস্থা স্বাভাবিক হয়ে এসেছে। এ পর্যন্ত প্রায় এক লক্ষ পাকিস্তানি সামরিক ও আধাসামরিক বাহিনীর লােক আত্মসমর্পণ করেছে। আজ ঢাকায় আনুষ্ঠানিকভাবে রাজধানী স্থাপিত হচ্ছে। মন্ত্রী ও অন্যান্য অফিসাররা ঢাকায় যাচ্ছেন। দোকান-পাট, অফিস-আদালত খুলেছে। ধীরে ধীরে হাজার হাজার নর-নারী ঢাকার বাসস্থানে ফিরে আসছেন। ডাক যােগাযােগ চালু হয়েছে। রেল ও সড়ক যােগাযােগ স্থাপন করার আপ্রাণ চেষ্টা চলছে।
সংবাদে আরাে জানা যায়, গত ১৪ ও ১৫ ডিসেম্বর পাকবাহিনী ঢাকার দুইশত অধ্যাপক, চিকিৎসক, সাহিত্যিক ও বুদ্ধিজীবীকে হত্যা করেছে। এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে সমস্ত মহলে তীব্র বিক্ষোভ সৃষ্টি হয়েছে।
সূত্র: দেশের ডাক
২৪ ডিসেম্বর, ১৯৭১
৮ পৌষ, ১৩৭৮