মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানি আর্মি কর্তৃক ধর্ষিত নারীদের স্বাধীন দেশে পুনর্বাসনের কিছু দৃশ্য। পর্যাপ্ত মেডিকেল সাপোর্ট, হাতে বোনা জিনিসপত্র বিক্রি, আর্থিক ও নানান রকম সহায়তা করা হচ্ছে যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। যুদ্ধের পর এদেরকে বলতে গেলে কেউই গ্রহণ করতে চায়নি। বাংলাদেশ সরকার তাদের জন্য যতোটা সম্ভব চেষ্টা করেছে।
Bangladesh govt took steps for the rehabilitation of the women raped by the Pakistan army during the liberation war. This short video is a glimpse of the situation where we see that the women were given shelter, clothings, financial aid as well as medical support for their unwanted babies.
The video was published on 2nd February 1972 by the Associated Press.