You dont have javascript enabled! Please enable it! 1971.05.12 | পূর্ব-পাকিস্তানের জনগণ পাকিস্তানকে অটুট রাখার জন্যে ভোট দিয়েছে, বিচ্ছিন্ন হওয়ার জন্যে নয় - সংগ্রামের নোটবুক

১২ মে, ১৯৭১ মুন্সিগঞ্জ

পূর্ব-পাকিস্তান কনভেনশন মুসলিম লীগের সাধারণ সম্পাদক এএনএম ইউসুফ ঢাকা শহর শাখার যুগ্ম সম্পাদক শাহজাহানকে সঙ্গে নিয়ে মুন্সিগঞ্জ সফর করেন। মুন্সিগঞ্জ মহকুমা শান্তি কমিটির আহবায়ক আবদুল হাকিম বিক্রমপুরী সহ অনেকে তাদের অভ্যর্থনা জানায়। এদিন রিকাবি বাজার ইউনিয়ন শান্তি কমিটির আহবায়ক আবদুল আজিজ এক সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করে এএফএম আকরাম। সাবেক জাতীয় পরিষদ সদস্য আবদুল মতিন ভারতীয় নেতৃবৃন্দকে হুঁশিয়ার করে দিয়ে বলেন যে, ‘পূর্ব-পাকিস্তানের জনগণ পাকিস্তানকে অটুট রাখার জন্যে ভোট দিয়েছে, বিচ্ছিন্ন হওয়ার জন্যে নয়।’
নোটঃ পূর্ব-পাকিস্তান কনভেনশন মুসলিম লীগ ফজলুল কাদের চৌধুরীর দল