You dont have javascript enabled! Please enable it!

৯ মে ১৯৭১ লে জেনারেল নিয়াজির সিলেট সফর

পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কম্যান্ড প্রধান লে জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজি বিমানযোগে আজ সিলেট সফর করেন। নিয়াজি সিলেট এলাকার সেনাবাহিনীর অবস্থানগুলো পরিদর্শন করছেন। সিলেট পৌছলে স্থানীয় কমান্ডার উক্ত এলাকা থেকে ভারতীয় অনুপ্রবেশকারী এবং রাষ্ট্রবিরোধীদের নিশ্চিহ্ন করার ব্যাপারে পাকিস্তান সেনাবাহিনী যেসব অভিযান পরিচালনা করেন সে সম্পর্কে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কম্যান্ড প্রধানকে অবহিত করেন। তিনি পরে সিলেটের ২২ কিমি উত্তরে হেমু সীমান্ত পরিদর্শন করেন। নিয়াজি কে এখান থেকে উদ্ধারকৃত মেশিনগান, মর্টার, রাইফেল এবং আনষঙ্গিক জিনিসপত্রসহ বহু অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ দেখানো হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল হামিদ ২ তারিখ সিলেট পরিদর্শনে আসিয়াছিলেন।