৫ মে ১৯৭১ রংপুর স্বাভাবিক
সারাদেশ স্বাভাবিক আছে তা প্রমান করার জন্য সামরিক সরকারের গৃহপালিত এপিপি এর সাংবাদিক শওকত কামালের রংপুরের উপর প্রতিবেদন ৬ তারিখের পাকিস্তান অবজারভার এ ছাপানো হয়। তিনি জানান ৫১ সদস্য বিশিষ্ট শান্তি কনিটি গঠনের পর থেকেই রংপুর স্বাভাবিক হয়ে আসছে। তিনি বিভিন্ন অফিস পরিদর্শন করে ৯০% উপস্থিতির কথা বলেন। তিনি জানান জেলার সাথে সকল রুটের যোগাযোগ বেবস্থা সাভাবিক। রাজস্ব আদায়ের হার ও স্বাভাবিক। তিনি কয়েকজন শান্তি কমিটি সদস্য এর সাথে বৈঠক করে জেলার বিভিন্ন বিসয়ে অবগত হন।তাকে জানানো হয় যে কাটাখালি ব্রিজ ইতিমধ্যে মেরামত করে খুলে দেয়া হয়েছে। তিনি লিখেছেন রংপুরের সিনেমা হল গুলি পূর্ণ উদ্দমে চালু আছে এবং সে হল গুলিতে লাদলা এবং নসিব আপনা আপনা সিনেমা দুইটি প্রদর্শিত হইতেছে।
নোটঃ দুইটি উর্দু ছবির নায়িকা ছিলেন শবনম এবং ছবির মহিলা কণ্ঠের গানগুলি রুনা লায়লার। একটি গান আছে উর্দু প্রভাবিত বাংলা ভাওয়াইয়া।