মে ১৯৭১
ভারতের সামরিক পরিকল্পনা
ভারত সরকার মে মাসেই পাক ভারত যুদ্ধের মহাপরিকল্পনা গ্রহন করে। পরবর্তী কয়েক মাস বর্ষার কারনে মুল আঘাতের সময় শীতকাল নির্ধারণ করা হয়। এই অন্তর্বর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী পুনর্গঠন, মুক্তিযোদ্ধা সংগ্রহ ও প্রশিক্ষন, সীমান্ত এলাকায় সমরসজ্জা, রশদ সরবরাহ ও সরবরাহ লাইন, অবকাঠামো উন্নয়ন ও নির্মাণ কাজের জন্য নির্ধারিত রাখা হয়। শুধু পূর্ব পাকিস্তান কেন্দ্রিক পরিকল্পনা নয় পশ্চিম ফ্রন্ট, চীন সীমান্ত ও ভুটানের নিরাপত্তাও প্ল্যানে ছিল।