৩ মে ১৯৭১
এদিন পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য ভারতের সমালোচনা করেন। মি. এইচ সারাবুর্ক পাকিস্তানের প্রতি তার সরকারের পূর্ণ সমর্থন রয়েছে বলে ঘোষণা করে।
নোটঃ ১২ মার্চ তুরস্কে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী সমর্থিত দক্ষিন পন্থি মার্কিন ঘেঁষা মোস্তফা কেমাল আতাতুর্ক প্রতিষ্ঠিত রিপাবলিকান পিপলস পার্টি ক্ষমতায় ছিল। প্রেসিডেন্ট ছিলেন নিহাত এরিম। সেনা প্রধান ছিলেন জেনারেল মেমদুহ তাকমাক। বাংলাদেশের ওয়ান ইলেভেন সরকারের মত।