You dont have javascript enabled! Please enable it!

৩ মে ১৯৭১
খ-অঞ্চলের সামরিক আইন প্রশাসক লে জেনারেল টিক্কা খান সাতজন ছাত্র নেতাকে আগামী ১০মে সকাল ৮ টার মধ্যে ঢাকার উপ-সামরিক আইন প্রশাসকের কার্যালয়( নতুন সংসদ ভবন এলাকা) সামনে হাজির হবার নির্দেশ দেয়। ছাত্র নেতারা হচ্ছে, ১.ডাকসুর সহ-সভাপতি আ.স.ম আবদুর রব, ২.ডাকসুর সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস মাখন, ৩. ছাত্র লীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী, ৪. ছাত্র লীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, ৫. খায়রুল আনাম খসরু, ৬.মোস্তফা মহসিন মন্টু,৭.সেলিম মহসিন।

নোট ঃ পরবর্তীতে ৬ জনকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল