২ মে ১৯৭১ বগুড়া
১৯৭১ সালের এপ্রিলে বিভিন্ন দেশের ৮ জন সাংবাদিক পূর্ব পাকিস্তানে আসেন। সামরিক সরকার তাদের বিশেষ বেবস্থায় দেশের বিভিন্ন এলাকা পরিদর্শন করান। বিভিন্ন স্থানে পাতানো লোক দিয়া সাক্ষাৎকারের বেবস্থা করেন। পরবর্তীতে তারা দেশে ফেরত গিয়ে তাদের রিপোর্ট প্রকাশ করেন। সে সকল রিপোর্ট সমুহ সামরিক সরকার হুবুহু দেশীয় পত্রিকা গুলোতে নতুন ভাবে প্রকাশ করেন। ৩ তারিখের সকল পত্রিকায় ২ তারিখের বরাত দিয়ে এসকল সংবাদ প্রকাশ হয়। এপিপি এর আলতাফ যাওয়ার বগুরা কভার করে তার রিপোর্ট দেন।