You dont have javascript enabled! Please enable it! ১ ফেব্রুয়ারী ১৯৭২ঃ বীরাঙ্গনাদের পুনর্বাসন - সংগ্রামের নোটবুক

১ ফেব্রুয়ারী ১৯৭২ঃ বীরাঙ্গনাদের পুনর্বাসন

বাংলাদেশ মহিলা সমিতি, স্বাস্থ্য মন্ত্রনালয়, সমাজসেবা মন্ত্রনালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে বীরাঙ্গনাদের স্বাস্থ্য পরিচর্যা বৃত্তিমূলক শিক্ষা ও পুনর্বাসনের কর্মসূচী নেয়া হয়েছে। এদিন ধারন করা বিদেশের সংবাদ মাধ্যমে একটি এপি ভিডিও নিউজ প্রচার করা হয় যাতে দেখা যায় আজিমপুর মাতৃসদন কেন্দ্রে ডে কেয়ার ও বেবি হোম খোলা হয়েছে। একই ভাবে ইস্কাটনে বীরাঙ্গনাদের জন্য একটি বৃত্তিমূলক আবাসিক প্রশিক্ষন কেন্দ্র খোলা হয়েছে। ইস্কাটনের প্রতিষ্ঠানে কবি সুফিয়া কামাল ও মহিলা পরিষদ সক্রিয় জড়িত। এ ভবনটি নুরুল আমীনের বাস ভবন ছিল যা এখন এ প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে। উভয় প্রতিষ্ঠানে যুদ্ধ শিশুদের সকল প্রকার সেবা দেয়াও হচ্ছে।
নোটঃ যারা এসকল শিশু প্রতিপালন চাচ্ছেন না তাদের পরবর্তীতে দত্তকের ব্যাবস্থা করা হয়েছিল।