১৯৭৪ এর বন্যার পরপর সরকারী নির্দেশে সারা দেশে সকল পতিত জায়গায় শীত কালীন ফসল চাষ শুরু হয়। এমনকি রাস্তার পাশের সামান্য ফাকা যায়গায়ও চাষ শুরু হয়। প্রধানমন্ত্রীর সরকারী গনভবনের গার্ডরাও ফাকা স্থান জুড়ে আলু চাষ করে। আমার স্কুল উত্তর বাড্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাষ করা হল টমেটো। ভাল ফলন হয়েছিল। টমেটো পরিপক্ক হলে ছাত্রদের বলা হয়েছিল যে যেমনে পারো নিয়ে যাও। সে বছর টমেটোর তেমন চাহিদা ছিল বলে মনে হয়নি। টমেটো গাছেই পেকেছে কিন্তু নেয়ার তেমন কেউ ছিল না। ছবিতে ঢাকার একটি প্রাইমারী স্কুলের চাষবাস ও গনভবনে প্রধানমন্ত্রীর আলু ফলন (মার্চ ৭৫।