You dont have javascript enabled! Please enable it!

৩০ জানুয়ারী ১৯৭২ঃ খুলনায় অস্র উদ্ধার

যৌথ বাহিনী খুলনার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান অবৈধ অস্র আটক করেছে এবং এর সাথে জড়িত ২৪ জনকে গ্রেফতার করেছে। পুলিশ ফেরি ঘাট এলাকা এবং খালিশপুরে সান্ধ্য আইন জারী করে বাড়ী বাড়ী তল্লাশি করে। তল্লাশি এখন চলমান আছে বলে পুলিশ জানিয়েছে। দুষ্কৃতিকারীরা তল্লাশি টের পেয়ে ক্ষেত খামারে অস্র ফেলে দেয়। পুলিশ সেগুলো কুড়িয়ে আনে। তল্লাশিতে সেনাবাহিনীর একটি ইউনিট এবং ভারতীয় বাহিনী অংশগ্রহন করে। খুলনায় এক শ্রেণীর দুষ্কৃতিকারীরা পাক বাহিনী দ্বারা গণহত্যার স্বীকার বিভিন্ন মানুষের কঙ্কাল সংগ্রহ করে বিক্রয় করে দিচ্ছে। যৌথ বাহিনী এরূপ কয়েকটি ট্রাক যশোর থেকে আটক করেছে। উদ্ধারকৃত অস্রের মধ্যে একটি এলএমজি, ১৫ টি রাইফেল, বিপুল সংখ্যক হ্যান্ড গ্রেনেড আছে।
নোটঃ পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে স্বাধীনতা বিরোধীদের কথা বলা হলেও পরবর্তীতে জানা যায় মুক্তিবাহিনীর বিপথগামীদের কাছে প্রচুর অস্র রয়ে যায়। সে অস্র উদ্ধার এবং বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠায় সেখানে সেনাবাহিনীকে এদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়তে হয়েছে।