৩০ জানুয়ারী ১৯৭২ঃ মধুর ক্যান্টিনের বকেয়া পরিশোধের আহবান।
নীলক্ষেত স্টাফ কোয়ার্টারের বাসিন্দা কৃষ্ণ পদ দাস এবং জহুরুল হক হল ভিপি জিন্নত আলী এক বিবৃতিতে জানিয়েছেন মধুর ক্যান্টিনের স্বত্বাধিকারী ২৫ মার্চ রাত্রিতে নিজ কোয়ার্টারে পাক বাহিনীর দ্বারা নিহত হয়েছেন। বর্তমানে তার এতিম ছেলে মেয়েরা খুব কষ্টে জীবনযাপন অতিবাহিত করছে। তাই তিনি যারা বাকীতে তার ক্যান্টিন থেকে খাবার গ্রহন করেছিলেন তারা যেন তার পাওনা পরিশোধ করে। এতে পরিবারের দুঃখ দুর্দশা কিছুটা লাঘব হতে পারে। টাকা পাঠানোর ঠিকানা কৃষ্ণ পদ দাস ২২ নীলক্ষেত স্টাফ কোয়ার্টার ঢাকা বিশ্ববিদ্যালয়।