৩০ জানুয়ারী ১৯৭২ঃ বাসাবোতে আজিজ গ্রুপ ও মাতুয়াইল এ ডেমরা এলাকার মুক্তিযোদ্ধাদের অস্র সমর্পণ
বাসাবো সেন্ট্রাল মাঠে এক অনুষ্ঠানে সিটি মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ আজিজ এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের অস্র শেখ মুজিবের কাছে সমর্পণ করেছেন। অনুষ্ঠানে ভাষণে শেখ মুজিব বলেন ৩১ তারিখের পর যদি কার কাছে অস্র পাওয়া যায় তাকে বাংলাদেশ দরদী গণ্য করা হবে না। তিনি বলেন বাংলাদেশে এখনো ষড়যন্ত্র চলছে। তোমরা অস্র দিয়ে দাও সময় হলে আমি আবার তোমাদের অস্র দিব। প্রতীকী সমর্পণ হিসেবে কমান্ডার সৈয়দ আজিজ সামরিক কায়দায় স্যালুট দিয়ে শেখ মুজিবের পায়ের কাছে একটি অস্র জমা দেন। এ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বলেন দালালদের অবশ্যই শাস্তি দেয়া হবে। তিনি বলেন মুক্তিযোদ্ধাদের জাতীয় মিলিশিয়া এবং পুলিশ বাহিনীতে আত্তীকরণ করা হবে। অস্র সমর্পণের আগে তিনি খিলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন ও হাসান নামের এক মুক্তিযোদ্ধার কবর জিয়ারত করেন। শেখ মুজিব মঞ্চে উঠার সময় আলাউদ্দিনের মা তাকে জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। অনুষ্ঠানে শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। অন্যান্য গেরিলা গ্রুপ রেসকোর্সে ২ ইবি ব্যাটেলিয়ন সদরে নিজ নিজ গ্রুপে অস্র সমর্পণ করছেন। শ্যামপুর, মাতুয়াইল, যাত্রাবাড়ীর মুক্তিযোদ্ধারা এমসিএ হেদায়েতুল ইসলামের মাতুয়াইল এর বাড়ীতে ডঃ কামাল হোসেনের নিকট অস্র সমর্পণ করেছে।