You dont have javascript enabled! Please enable it! 1972.01.30 | ৩০ জানুয়ারী ১৯৭২ঃ কুমিল্লায় অধ্যাপক মোজাফফর আহমেদ, মতিয়া চৌধুরী - সংগ্রামের নোটবুক

৩০ জানুয়ারী ১৯৭২ঃ কুমিল্লায় অধ্যাপক মোজাফফর আহমেদ, মতিয়া চৌধুরী

ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ কুমিল্লার এলাহাবাদে এক জনসভায় বলেছেন দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজে তার দল আওয়ামী লীগকে সমর্থন করবে। তিনি বলেন পাক বাহিনীর সকল সহযোগী এখনও গ্রেফতার হয়নি। তারা যে কোন সময়ে আবার ষড়যন্ত্রে মেতে উঠতে পারে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষ সাহায্য এবং স্বীকৃতি দানের জন্য তিনি সোভিয়েত ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বাংলাদেশকে স্বীকৃতি দানের জন্য সকল বন্ধু রাষ্ট্রের প্রতি আহ্বান জানান। তিনি দৃঢ়তার সাথে বলেন বাংলাদেশ কখনো মার্কিন সাহায্য গ্রহন করবে না। জাফর আহমেদের সভাপতিত্তে এ সভায় আরও বক্তব্য রাখেন মতিয়া চৌধুরী, আব্দুল হালিম, নুরুর রহমান, জাকির আহমেদ, শাহ আব্দুল ওয়াদুদ প্রমুখ। সভায় রাশিয়ান নাগরিক ইস্তগরভ বাংলায় ভাষণ দেন।