You dont have javascript enabled! Please enable it!

৩০ জানুয়ারী ১৯৭২ঃ ব্রিটেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের স্বীকৃতির সিদ্ধান্ত ও পাকিস্তানের কমনওয়েলথ ত্যাগ।

ব্রিটেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের স্বীকৃতি চূড়ান্ত

ব্রিটেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আজ ঘোষণা করেছে তারা বাংলাদেশকে স্বীকৃতি দিবে। একই সাথে দেশটি বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার বিষয়টি পাকিস্তানকে জানিয়েছে প্রতিবাদে পাকিস্তান কমন ওয়েলথ এর সাথে সম্পর্কছেদ করার ঘোষণা দিয়েছে।নিউজিল্যান্ডের দিল্লিস্থ ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দানলপ ঢাকায় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের সাথে দেখা করে তার দেশের মনোভাবের কথা জানান। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এর ঘোষণা আগামিকালই আসতে পারে ব্রিটেনের ঘোষণা আসবে আরও কয়েকদিন পর।

পাকিস্তান কমনওয়েলথ ত্যাগ করেছে।

ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত পাকিস্তানকে অবহিত করার পর পাকিস্তান কমনওয়েলথ ত্যাগ করেছে। এদিকে পাকিস্তানকে বুঝানোর জন্য কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল আর্নল্ড স্মিথ পাকিস্তানের পথে এখন লন্ডন ত্যাগ করেছেন। পিণ্ডিতে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টোর সাথে সাক্ষাৎ করবেন। পিণ্ডিতে এক সাংবাদিক সম্মেলনে ভূট্টো বলেছেন কমনওয়েলথ এর মুল রাষ্ট্রগুলো বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় পাকিস্তানের সন্মান ও মর্যাদা হানি হয়েছে তাই তারা দেশের সন্মানের কথা চিন্তা করে কমনওয়েলথ ছেড়েছে। তিনি বলেন এখন থেকে কমনওয়েলথ দেশ গুলোর সাথে পাকিস্তানের সম্পর্ক হবে দ্বি পাক্ষিক। আজ পার্লামেন্টে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এলেক্স হিউম বাংলাদেশকে স্বীকৃতি ঘোষণা করার কথা। ভূট্টো ব্রিটেনকে তার চীন সফরের আগে বাংলাদেশকে স্বীকৃতি দিতে বারন করেছিল।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!