You dont have javascript enabled! Please enable it!

ডেবরা থানা বাঙলাদেশ সহায়ক কমিটি

ডেবরা থানার বাংলাদেশ’ সগ্রাম সহায়ক কমিটির উদ্যোগে সম্প্রতি স্থানীয় বালিচক প্রাইমারী স্কুলে একটি কনভেনশন অনুষ্ঠিত হয়। ১৮ এপ্রিল থেকে বালিচক ডেবরা, মাড়তলা, রাধামােহনপুর এবং লােয়াদায় গণসংগ্রহ অভিযান পরিচালনা করে সহস্রাধিক টাকা সংগ্রহ করা হয়েছে। আগামী দিনে এই অর্থ মুখ্য মন্ত্রীর হস্তে অর্পণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ডেবরা থানার সমস্ত স্তরের গণসংগঠনকে নিয়ে এই কমিটি গঠিত হয়েছে। এই কমিটি থেকে বাঙলাদেশ সরকারের স্বীকৃতি দেওয়ার দাবিও জানান হয়েছে। ইয়াহিয়া খানের জঙ্গী বাহিনীর নির্মম অত্যাচারের প্রতি তীব্র ধিক্কার জানিয়ে কমিটি এক প্রস্তাব গ্রহণ করেছে।
পাক কূটনৈতিক দপ্তরের সামনে বিভিন্ন ব্যাংকের কর্মচারীরা জমায়েত হন এবং ব্যাংকের ফেস্টুন সহ মিছিল করে স্লোগান দিতে দিতে দূতাবাসের মধ্যে প্রবেশ করে। বি,পি,বি,ই,এ-র সাধারণ সম্পাদক শ্রীসুশীল ঘােষ কর্মচারীদের জমায়েতে একটি সংক্ষিপ্ত ভাষণে বলেন, বাঙলাদেশের সাড়ে সাত কোটি মানুষের নেতা শেখ মুজিবর রহমানকে পাক জঙ্গীচক্র বিশ্বাসঘাতক বলেছে। আর সেই সঙ্গে এপারে তথাকথিত সমাজতন্ত্রে বিশ্বাসী ব্যক্তিরা পােস্টার দিয়ে জঙ্গীচক্রের বক্তব্যই সমর্থন করছে। বি,পি,বি,ই,এ-র পক্ষ থেকে শ্রীঘােষ ঘােষণা করেন, “বাচার মানুষের লড়াই-এর পাশে আমরা আছি আমরা থাকব।”

সূত্র: কালান্তর, ১২.৫.১৯৭১