২৯ জানুয়ারী ১৯৭২ঃ মিলাদ পড়ানোর মাধ্যমে নতুন গনভবন পুত পবিত্র করার নির্দেশ।
প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তার সরকারী বাস ভবন গনভবন পবিত্র করার জন্য মিলাদ পড়ানোর জন্য তার দফতরের কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন ২৫ মার্চ এর পূর্বে এটি ইয়াহিয়া খানের আবাস ভবন হিসেবে ব্যাবহার করা হয়েছিল এবং অন্যান্য কু কর্মের কাজেও ব্যাবহার হয়েছে। তাই ভবনটি তাকে দেয়া হলেও একে পবিত্র করার প্রয়োজন দেখা দেয়। পাঞ্জাবের অমৃতসর স্বর্ণমন্দির ও বেহার এর ধানবাদ গুরুদুয়ারার ৬ জনের শিখ ধর্মগুরু শেখ মুজিবের সাথে সাক্ষাৎ করেন।
চারু বিকাশ চাকমার নেতৃত্ব এ সাত সদস্য এর উপজাতীয় প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ মুজিবের সাথে সাক্ষাৎ করেন। শেখ মুজিব তাদের দাবী দাওয়ার কথা মনোযোগ সহকারে শুনেন পরে তিনি তাদের বলেন সকল ক্ষেত্রে উপজাতীয়দের ন্যায্য হিস্যা প্রদান করা হবে। তাদের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষন করা হবে। তিনি বলেন তিনি শীঘ্রই পার্বত্য চট্টগ্রাম সফর করবেন।
নোটঃ চারু বিকাশ চাকমা ১৯৭০ সনে আওয়ামী লীগের টিকেটে জাতীয় পরিষদে নির্বাচন করে হেরে যান।