You dont have javascript enabled! Please enable it!

২৯ জানুয়ারী ১৯৭২ঃ রিলিফ সামগ্রী

কানাডার ক্যাথলিক কনফারেন্স ৮ লাখ ডলার মূল্যমানের ত্রান সামগ্রী বাংলাদেশে প্রেরন করার কথা ঘোষণা করেছে। এ অর্থের মধ্য থেকে ৩ লাখ ডলার ভারতের শরণার্থী শিবিরে ব্যয় হবে এবং ৪১০০০০ ডলার বাংলাদেশে ক্রিস্টিয়ান রিলিফের মাধ্যমে ব্যয় হবে। ভারতের ত্রান মন্ত্রনালয় বাংলাদেশকে এক লাখ পঞ্চাশ হাজার দুইশত চল্লিশটি কম্বল ৫৮৮০টি ত্রিপল এবং তাবু, ১৮৪৫ রোল পলি ফেব্রিক দিচ্ছে। তারা বসন্তের কিছু ঔষধও দিচ্ছে। মন্ত্রনালয় জানিয়েছে তারা শীঘ্রই ৩০০ ট্রাক ৪০ টি জীপ এবং আরও ৫ লাখ কম্বল দিবে। তা ছাড়া তৈজসপত্র কাপড় এবং গুরা দুধ ও দিবে। ভারতের সাবেক শিক্ষামন্ত্রী ত্রিগুনা সেন কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করে একত্রিশটি এম্বুলেন্স দিয়েছে।