আব্দুল মান্নান মােল্লা
আব্দুল মান্নান মােল্লার জন্ম ১৯৪২ সালে গােপালগঞ্জের সুকতাইলে। তার বাবার নাম আব্দুল গনি মােল্লা ও মায়ের নাম রােচেয়া বেগম। পাঁচ ভাই ও দুই বােনের মধ্যে মান্নান ছিলেন ষষ্ঠতম। আব্দুল মান্নান মােল্লা গােপীনাথপুর হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। পরে তিনি এল, এম, এফ, পাস করে এলাকাতেই চিকিৎসক হিসাবে কাজ করছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরে তিনি সুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ডা. আব্দুল মান্নান মােল্লা মুক্তিযােদ্ধাদের সংগঠিত করতে শুরু করেন। এছাড়া তিনি আহত মুক্তিযােদ্ধাদের চিকিৎসার ব্যাপারেও বিশেষ ভূমিকা রাখেন। তার এই ভূমিকার কারণে তারই আপন চাচাত ভাই ও মুসলিম লীগ নেতা আব্দুর রব মােল্লা ডা. মান্নানকে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দেয়। ১৯৭১ সালের ৮ জুন তাঁকে হত্যা করা হয়। শহীদ ডা. আব্দুল মান্নান মােল্লার স্ত্রীর নাম হাছিনা বেগম। তাদের সংসারে এক ছেলে ও তিন মেয়ে ছিল।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ- আলী মো. আবু নাঈম , ফাহিমা কানিজ লাভা