You dont have javascript enabled! Please enable it! আব্দুল মান্নান - সংগ্রামের নোটবুক
আব্দুল মান্নান
আব্দুল মান্নান ১৯২৪ সালে সিলেট জেলার বিয়ানিবাজার থানার কসবা গ্রামে জন্ম নেন। ছােটবেলা থেকেই পড়াশােনার পাশাপাশি খেলাধুলার প্রতি তার ঝোঁক ছিল। খুব বেশি। তিনি ছিলেন একজন ভালাে খেলােয়াড়, একই সাথে একজন ভালাে। রেফারি। সিলেট স্টেডিয়ামেও তিনি খেলা পরিচালনা করেছেন। এছাড়া ক্রীড়া সংগঠক হিসাবেও তিনি সুনাম অর্জন করেন। ১৯৭১ সালে স্বাধীনতা আন্দোলনে আব্দুল মান্নান সক্রিয়ভাবে অংশ নেন। তিনি মুক্তিযােদ্ধাদের বিভিন্নভাবে সহযােগিতা করেন এবং তরুণ যুবকদের মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেন। ১৯৭১ সালের ৭ জুন পাক হানাদার বাহিনী তার পরিবারের উপর হামলা চালিয়ে তার স্ত্রী সৈয়দা হােসনে আরা বেগম ও ছেলেমেয়েদের ধরে। নিয়ে যায়। পরদিন আব্দুল মান্নান স্বেচ্ছায় হানাদারদের হাতে ধরা দিয়ে স্ত্রী ও ছেলেমেয়েদের মুক্ত করেন। তিনি হয়ত তখনই বুঝতে পেরেছিলেন যে তার মৃত্যু আসন্ন। তাই ভাই আব্দুল আজিজকে চিঠি লিখে তিনি জানান, “ভাইয়া আমি চলে যাচ্ছি, তােমরা প্রতিশােধ নিও পশুদের।” ৮ জুন আব্দুল মান্নান হানাদার বাহিনীর নির্মম অত্যাচারে নিহত হন।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ-  আলী মো. আবু নাঈম , ফাহিমা কানিজ লাভা