আব্দুর রহমান
আব্দুর রহমানের জন্ম ১৯২০ সালে। তার বাবার নাম আব্বাস। আলী, মায়ের নাম জেবুন্নেসা খাতুন। দুই বােন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। আব্দুর রহমান ভারতের বীরভূম হাই স্কুল থেকে ১৯৪২ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। আই. এসসি, পাসের পর তিনি কলকাতার ক্যামবেল মেডিকেল কলেজ থেকে ১৯৪৬ সালে এল. এম. এফ. পাস করেন। এরপর তিনি রেসিডেন্ট সাব-অ্যাসিস্টেন্ট সার্জন হিসাবে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে যােগ দেন। তিনি সান্তাহার ও পুরুলীয়া রেল হাসপাতালে চাকরি করেছেন। ডা. আব্দুর রহমান ১৯৬২ সালে লালমনিরহাট রেলওয়ে হাসপাতালে যােগ দেন। মুক্তিযুদ্ধের সময় তিনি এখানেই ছিলেন। ডা. আব্দুর রহমানের তৃতীয় ছেলে মাহবুবার রহমান লাবলু ছিলেন সংগ্রাম পরিষদের সভাপতি। স্থানীয় মুক্তিযােদ্ধারা প্রতিরােধ গড়ে তুলে ৩ এপ্রিল পর্যন্ত লালমনিরহাট মুক্ত রাখতে সক্ষম হন। কিন্তু স্থানীয় অবাঙালিদের সহযােগিতায় পাকবাহিনী ৩ এপ্রিল লালমনিরহাট দখল করে নেয়। পরদিন ৪ এপ্রিল পাকবাহিনী রেলওয়ে হাসপাতাল ও পাশের আবাসিক এলাকা ঘিরে ফেলে। অবাঙালিদের সহায়তায় পাকসেনারা ডা. আব্দুর রহমানের বাসায় হানা দেয়। তারা লাবলুকে খুঁজতে থাকে। এ সময় ডা. আব্দুর রহমান ঘর থেকে বেরিয়ে আসেন, সাথে তার ছেলে হাবিবুর রহমান জগলু। সঙ্গে সঙ্গে তাদের দুজনকে গুলি করে হত্যা করা হয়। সেদিন পাকিস্তানি হানাদাররা রেলওয়ে হাসপাতালের বাঙালি কর্মচারী এবং রােগী সবাইকে হত্যা করে। এর কিছুদিন পর ডা. আব্দুর রহমানের আরেক ছেলে মুক্তিযােদ্ধা হামিদুর রহমান বাবলুকেও অবাঙালিরা হত্যা করে। শহীদ ডা. আব্দুর রহমানের স্ত্রীর নাম লুফন্নেসা খাতুন। তাদের চার ছেলে ও দুই মেয়ের মধ্যে দুই ছেলে মুক্তিযুদ্ধে শহীদ হয়।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ- আলী মো. আবু নাঈম , ফাহিমা কানিজ লাভা