You dont have javascript enabled! Please enable it! আবু বারেক মাে. নূরুল আলম - সংগ্রামের নোটবুক
আবু বারেক মাে. নূরুল আলম
আবু বারেক মাে. নূরুল আলমের জন্ম ১৯২৯ সালে, দিনাজপুরের সেতাবগঞ্জ উপজেলার ধনতলা গ্রামে। তার বাবার নাম মজিরুদ্দিন। আহমেদ। সাত ভাই ও ছয় বােনের মধ্যে নূরুল আলম ছিলেন ষষ্ঠতম। আবু বারেক মাে. নূরুল আলম ১৯৪৫ সালে সেতাবগঞ্জ এইচ. ই, স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর ১৯৬১ সালে তিনি ঢাকা। মেডিকেল কলেজ থেকে এম. বি, বি, এস, পাস করেন। নূরুল আলম ১৯৫২ সালের ভাষা আন্দোলনে অংশ নিয়েছেন। মেডিকেলের । ছাত্র থাকা অবস্থায় তিনি নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। দুস্থ ও গরিব রােগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া ছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজে তিনি জড়িত ছিলেন।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ-  আলী মো. আবু নাঈম , ফাহিমা কানিজ লাভা