You dont have javascript enabled! Please enable it! আবদুল জব্বার - সংগ্রামের নোটবুক
আবদুল জব্বার (নওগাঁ)
আবদুল জব্বারের জন্ম ১৯৪১ সালে, নওগাঁর বক্তারপুর ইউনিয়নে। তিনি পেশায় ছিলেন আইনজীবী। তার বাবার নাম সরদার আহমেদ আলী। আবদুল জব্বার ১৯৫৭ সালে ম্যাট্রিক, ১৯৫৯ সালে আই. এ. এবং ১৯৬১ সালে বি. এ. পাস করেন। এরপর তিনি নওগার করােনেশন হাই স্কুলে (বর্তমানে নওগাঁ জিলা স্কুল) ইংরেজির শিক্ষক হিসাবে যােগ দেন। এরই ফাকে ১৯৬৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। ওই একই সালে নওগাঁ সেন্ট্রাল গার্লস হাই স্কুলে ইংরেজির শিক্ষক হিসাবে যােগ দেন। শিক্ষকতা করা অবস্থায় ১৯৬৫ সালে এল, এল, বি. ডিগ্রি অর্জন করেন এবং আইনজীবী হিসাবে নওগাঁ জেলা বারে আইন ব্যবসায় শুরু করেন। _ আবদুল জব্বার ছাত্র অবস্থায় প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কর্মজীবনে এসে তিনি ‘ন্যাশনাল আওয়ামী পার্টি (ওয়ালী)’তে যােগ দেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি নওগাঁ জেলা ওয়ালী ন্যাপের যুগ্ম সম্পাদক ছিলেন। জব্বার মঞ্চে অভিনয় করতেন। তিনি একজন সমাজসেবী এবং অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের পৃষ্ঠপােষক ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় নওগাঁ সর্বদলীয় সংগ্রাম পরিষদের সদস্য ছিলেন আবদুল জব্বার। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি নওগাঁ ই, পি, আর, ক্যাম্পে ট্রেনিং নেন এবং এপ্রিল মাসে ভারতের বালুরঘাট যান। আগস্টে নওগাঁর ধামইরহাটে পাকবাহিনীর হাতে কয়েকজন মুক্তিযােদ্ধার সাথে আবদুল জব্বার ধরা পড়েন। একটানা তিনদিন। পাকবাহিনীর অমানুষিক নির্যাতনের ফলে ১৯৭১ সালের ১১ আগস্ট তার মৃত্যু হয়। আবদুল জব্বার স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে যান।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ-  আলী মো. আবু নাঈম , ফাহিমা কানিজ লাভা