আফতাব উদ্দীন আহমদ
আফতাব উদ্দীন আহমদ ১৯৩০ সালের ১৬ জানুয়ারি দিনাজপুর শহরের মুন্সিপাড়ায় জন্ম নেন। শিক্ষাজীবন শেষ করে আফতাব উদ্দীন খাদ্য বিভাগে চাকরিতে যােগ দেন। তিনি দেশের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে তাঁকে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গয়েশপুরে খাদ্যগুদামের ইনচার্জ হিসাবে বদলি করা হয়। ১৯৭১ সালের ২১ মে পাকবাহিনী কাওরাইদে হানা দেয়। ওই সময় সেখানে মুক্তিবাহিনীর কয়েকজন সদস্য এবং কিছু শরণার্থী অবস্থান করছিল। পাকবাহিনী আসার পর সবাই নিরাপদ জায়গায় চলে যায়। বিপদ বুঝতে পেরে আফতাব উদ্দীন তার পরিবারের সদস্যদের ৪-৫ মাইল দূরে চাপিলা গ্রামে পাঠিয়ে দেন। ২৫ মে ভােরবেলা তিনি যখন ফজরের নামাজ পড়ছিলেন তখন পাকবাহিনী তার বাসায় হানা দেয়। পাকবাহিনীর গুলিতে তিনি জায়নামাজের ওপরই ঢলে পড়েন। তাঁর পিয়ন চালের ড্রামের ভেতর লুকিয়ে আত্মরক্ষা করেন। শহীদ আফতাব উদ্দীন আহমদের লাশ তার দুই ছেলে, অফিসের পিয়ন এবং কয়েকজন মুক্তিযােদ্ধা মিলে ট্রেনে করে ময়মনসিংহ নিয়ে যায়। সেখানেই গুলীবাড়ি কবরস্থানে তাকে সমাহিত করা হয়। আফতাব উদ্দীন আহমদ বিবাহিত ছিলেন। তার সংসারে দুই ছেলে ও দুই মেয়ে ছিল।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ- আলী মো. আবু নাঈম , ফাহিমা কানিজ লাভা