You dont have javascript enabled! Please enable it! 1971.04.27 | জামাত - সংগ্রামের নোটবুক

২৭ এপ্রিল ১৯৭১ জামাত
চট্টগ্রাম জামাতের আমীর অধ্যাপক ওসমান রমিজ করাচীতে এক সংবাদ সম্মেলনে ভাষণে বলেন পূর্ব-পাকিস্তানের কোনো দেশপ্রেমিক মুসলমান বিচ্ছিন্নতাবাদের পক্ষে নয়। এক শ্রেণীর ভারতীয় দালাল পাকিস্তানিদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। এরা ইসলাম ও পাকিস্তানের আদর্শের পরিপন্থী পুস্তক প্রকাশ করে বিভেদ সৃষ্টি করছে। তিনি দুষ্কৃতকারীদের উৎখাতের পাশাপাশি পাকিস্তানের আদর্শবিরোধী এসব পুস্তকের প্রকাশনা বন্ধ করার আহবান জানান।
( নোটঃ ১৯৭০ সালের ১৭ জানুয়ারী পল্টনের ইয়াহিয়া যুগের জামাতের প্রথম সমাবেশে এই নেতার উস্কানি মুলক বক্তব্বের জের ধরে ছাত্রলীগের গন পিটুনিতে সমাবেশ পণ্ড হয়ে যায়। তারপর দীর্ঘ বিরতির পর তাকে দেখা যায়)