You dont have javascript enabled! Please enable it!

২৭ এপ্রিল ১৯৭১ শেরে বাংলার মৃত্যুবার্ষিকী

শেরে বাংলার মৃত্যু বার্ষিকীকে কলঙ্কিত করে স্বাধীনতাবিরোধীরা। এ.টি. সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত পাকিস্তান দরদী সংঘের (শান্তি কমিটির শরিক ) এক আলোচনা অনুষ্ঠানে বক্তৃতা করেন অ্যাডভোকেট মোজাফফর হোসেন ও মীর আবুল ফজল।
ডাক্তার নূরুর রহমানের সভাপতিত্বে কনেভনশন মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, এএনএম ইউসুফের(মুসলিম লীগ) সভাপতিত্বে মোক্তার বার সমিতি আলোচনা সভার আয়োজন করে । সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে পাকিস্তান রক্ষার আহবান জানায়।