জানুয়ারী ১৯৭২ঃ বিহারীদের আনা নেওয়ার কাজে আন্তজার্তিক রেডক্রসের কিছু যানবাহনের প্রয়োজন পড়ে। তারা ভারতীয় বাহিনীর দায়িত্ব প্রাপ্ত ব্রিগেডিয়ার ক্লেয়ার এর কাছে গেলে তিনি তাদের পাকিস্তানীদের রেখে যাওয়া যানবাহন গুলি দেখান। আত্মসমর্পণের আগে তারা শতশত যানবাহন ইচ্ছাকৃত নষ্ট করে দেয়।