জানুয়ারী ১৯৭২ঃ ১১ জানুয়ারীর আগে তাজ উদ্দিন প্রধানমন্ত্রী থাকা কালে একটি সংস্থার সাথে কথা বলার চিত্র ধারন করার সময় টেবিল ল্যাম্পের আলোয় চিত্রধারনের অনুমতি দেন। তার কয়েক সপ্তাহ পরে একই সংস্থা প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সাথে তাদের আলোচনার সময় ভিডিও ধারনের সময় একই ঘটনার পুনরাবৃত্তি হয়। ভিডিও চিত্র প্রচার মাধ্যমে প্রচারের জন্য চিত্রায়িত করলে সাধারণত তাদের আলাদা সময় দেয়া হয়। এ ভিডিও যাতে প্রচার মাধ্যমে না যায় সে জন্য এ ব্যাবস্থা।