২৮ জানুয়ারী ১৯৭২ঃ কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম
শিল্প মন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম কিশোরগঞ্জ স্টেডিয়ামে দেড় লাখ লোকের এক সমাবেশে বলেন বাংলাদেশ দেশ সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করবে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে। তিনি বলেন অতি কষ্টে অর্জিত স্বাধীনতার ফল এদেশের প্রতিটি মানুষের কাছে অবশ্যই পৌছাতে হবে। স্থানীয় ছাত্রলীগ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ফজলুল হক। শিল্প মন্ত্রী ধ্বংসপ্রাপ্ত দেশকে পুনরায় গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ ভাবে সবাইকে কাজ করার আহবান জানান। তিনি বলেন শিল্পকারখানা পুরোদমে চালু করতে হবে। তিনি বলেন দালাল বাদে সবাই মুক্তিযুদ্ধে সক্রিয় সমর্থন ও সাহায্য করেছে। তিনি বলেন দেশের আইন অনুযায়ী সকল দালালের বিচার করা হবে।