You dont have javascript enabled! Please enable it!

২৮ জানুয়ারী ১৯৭২ঃ সোভিয়েত রেডক্রস

সোভিয়েত রেডক্রসের বৈদেশিক বিভাগের সহকারী প্রধান আই শাতালভ বাংলাদেশ রেডক্রস অফিসে গিয়ে তাদের উদ্দেশে বলেছেন তার দেশ বাংলাদেশকে সাহায্য ও পুনর্বাসন খাতে সর্বতোভাবে সাহায্য করতে চায়। তিনি বলেন এখানকার চাহিদা নিরূপণ করে মস্কোকে বিষয়টি অবহিত করবেন। তিনি বলেন এরই মধ্যে সৌজন্য হিসেবে ১০ টন খাদ্য সামগ্রী বাংলাদেশকে দেয়া হয়েছে। এর মধ্যে আছে কাপড়, ঔষধ, শিশু খাদ্য (ঘনীভূত দুধ) ও চিনি। এছাড়াও কিছু সার্জিকেল যন্ত্রপাতি আনা হয়েছে। এগুলি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেয়া হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধাদের খোজ খবর নেন। তিনি বলেন সোভিয়েত শ্রমিকরা ৮ বিমান ভর্তি ত্রান কিছুদিনের মধ্যে বাংলাদেশে প্রেরন করবে। বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে সোভিয়েত রেডক্রস বাংলাদেশকে সাহায্যের জন্য ১৪ দেশের রেডক্রসের কাছে আব্দন জানিয়েছে। তিনি বলেন ৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সোভিয়েত ইউনিয়ন ত্রান দিয়েছিল। সে সময় একটি সোভিয়েত ত্রান বিমান বিধ্বস্ত হয়েছিল। এসময়ে বাংলাদেশ রেডক্রস প্রধান গাজী গোলাম মোস্তফা এবং সোভিয়েত ডেপুটি কন্সাল জেনারেল ভি এম কামিনিন উপস্থিত ছিলেন।