২৮ জানুয়ারী ১৯৭২ঃ ৪৯ জন বাঙ্গালী নাবিক ভারত ও জাপানে আশ্রয় নিয়েছেন
হংস লাইনে কর্মরত ২৬ জন বাঙ্গালী নাবিক বোম্বাই পৌঁছে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য সেখানকার নিখিল ভারত বন্দর ও ডক শ্রমিক ইউনিয়নের দ্বারস্থ হয়েছেন। সমিতির সভাপতি এস আর কুলকারনি এদের সহায়তার আশ্বাস দিয়েছেন। সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেছেন। তিনি বলেন আরও ২৯ জন নাবিককে তারা বাংলাদেশে প্রত্যাবর্তনের সহায়তা করেছিলেন। তিনি বলেন এ ধরনের আরও অবস্থার সৃষ্টি হতে পারে তাই বন্দরে বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি রাখা উচিত। তিনি বলেন পাকিস্তানে বহু বাঙালি নাবিক কর্মরত আছেন তারা যে কোন সময়ে পলায়ন করে এখানে আসতে পারেন। পাকিস্তানী এক জাহাজ থেকে ২৩ জন বাঙালি নাবিক কোবে বন্দরে অবতরন করে জাপানে আশ্রয় নিয়েছেন। তারা বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য জাপান সরকারের সাহায্য কামনা করেছেন।