২৮ জানুয়ারী ১৯৭২ঃ বাংলাদেশকে সাহায্যের জন্য জেনেভায় আগাখানের আবেদন
জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার সদরুদ্দিন আগা খান বলেছেন ভারত সরকার তাকে বাড়তি সাহায্যের অনুরোধ করায় তিনি এ প্রেস কনফারেন্স ডেকেছেন। তিনি বলেন ভারত থেকে বাংলাদেশে শরণার্থী প্রত্যাবর্তন প্রায় মাঝামাঝি। ভারত সরকার তাদের দেশে ফেরত পাঠানোর এবং দেশে পুনর্বাসনের একটি স্কিম প্রনয়ন করেছে। এতে ভারত সরকারের নিজস্ব তহবিল ছাড়াও আরও অর্থের প্রয়োজন হবে। তাই তিনি বিভিন্ন রাষ্ট্র বর্গের কাছে আবারো সাহায্য দেয়ার আবেদন জানিয়েছেন। তিনি বলেন পৃথিবীর সবচে বড় এই মানবিক সমস্যা প্রায় সমাধানের পথে এবং তা ভাল ভাবেই সমাধান হোক তা আমরা সবাই কামনা করি।