You dont have javascript enabled! Please enable it! আ. আ. শামসুল হক - সংগ্রামের নোটবুক
আ. আ. শামসুল হক
আ. আ. শামসুল হকের জন্ম ১৯৩১ সালে, নীলফামারী জেলার সৈয়দপুরের বাঙ্গালীপুরে। তার বাবার নাম হাফেজ উদ্দিন, মায়ের নাম জমুরুন নেছা। হাফেজ উদ্দিন দীর্ঘ ১৭ বছর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পাঁচ ভাই ও তিন বােনের মধ্যে শামসুল ছিলেন চতুর্থ। শামসুল হক ছিলেন পেশায় চিকিৎসক। তিনি ১৯৫৭ সালে এম. এল. এফ. পাস করেন। তিনি রেডক্রসের আজীবন সদস্য ছিলেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সাথেও তিনি জড়িত ছিলেন। শামসুল হক সৈয়দপুরের শিল্প-সাহিত্য সংসদের অন্যতম সদস্য ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চের পর ডা. শামসুল হককে বাঙ্গালীপুরের রংপুর সড়কে। অবস্থিত তার বাসভবন থেকে পাকিস্তানি সেনারা গ্রেফতার করে। ১২ এপ্রিল পর্যন্ত তাঁকে সৈয়দপুর সেনানিবাসে আটক রেখে পাক সেনারা অমানুষিক নির্যাতন চালায়। ১২ এপ্রিল সকালে ডা. জিকরুল হকসহ অন্যান্য নেতার সঙ্গে তাকে রংপুর। ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। পরে রংপুর উপশহরের কাছে তাকে অন্যদের সাথে। গুলি করে হত্যা করা হয়। তাদের লাশ সেখানেই মাটিচাপা দেওয়া হয় । শহীদ ডা. শামসুল হকের স্ত্রীর নাম রিজিয়া হক। তাদের সংসারে চার ছেলে ও তিন মেয়ে ছিল। সৈয়দপুরে শহীদ ডা. শামসুল হকের নামে একটি সড়ক রয়েছে ।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ-  আলী মো. আবু নাঈম , ফাহিমা কানিজ লাভা