You dont have javascript enabled! Please enable it! অনীলচন্দ্র মল্লিক - সংগ্রামের নোটবুক
অনীলচন্দ্র মল্লিক
অনীলচন্দ্র মল্লিক জন্মেছিলেন বাংলা ১৩৪৩ সনের ১ বৈশাখ (১৯৩৬ সালের এপ্রিল। মাসে), মাদারীপুর জেলার নবগ্রাম গ্রামে। তার বাবার নাম জগদ্বন্ধু মল্লিক। অনীলচন্দ্র মল্লিক শশীকর উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। তিনি ছিলেন মৃৎশিল্পের একজন দক্ষ ভাস্কর, দক্ষ অভিনেতা ও খেলােয়াড়। সমাজকর্মী হিসাবেও তার সুনাম ছিল। ১৯৭১ সালের ৩০ বৈশাখ পাকবাহিনী নবগ্রামের দিকে এগিয়ে আসতে থাকে। তখন অনীলচন্দ্র মল্লিক তার কয়েকজন সঙ্গীসহ ঢাল, তলােয়ার, সড়কি, বর্শা ইত্যাদি দিয়ে হানাদার বাহিনীকে মাগুড়া খালের পাড়ে আক্রমণ করেন। অনীল মল্লিক একজন পাকসেনাকে বর্শাবিদ্ধ করলে বাকি তিন পাকসেনা পানিতে ঝাপিয়ে পড়ে। ওই অবস্থাতেই পাকসেনারা অনীল ও তার সঙ্গীদের দিকে গুলি চালায়। এতে অনীলচন্দ্র মল্লিকসহ সবাই শহীদ হন।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ-  আলী মো. আবু নাঈম , ফাহিমা কানিজ লাভা