You dont have javascript enabled! Please enable it!

২৭ জানুয়ারী ১৯৭২ঃ তানজুগের সাথে সাক্ষাৎকারে শেখ মুজিব

যুগোস্লভিয়ান বার্তা সংস্থা তানজুগের সাথে সাক্ষাৎকারে শেখ মুজিব বলেছেন আমরা সাহায্য চাই কিন্তু কোন শর্ত বা বাধা কামনা করি না। তিনি বলেন বাংলাদেশের বিশাল সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি বলেন ৩ কোটি লোক গৃহহারা। সামনের ফসল আসতেও কয়েক মাস দেরী। দেশের সুপ্ত সম্পদ কাজে লাগিয়ে এ অবস্থার উত্তরন ঘটাতে চাই। তিনি বলেন দালালদের বিরুদ্ধে কঠোর বেবস্থা গ্রহন করা হবে। হানাদার বাহিনী ঠাণ্ডা মাথা গণহত্যা চালিয়েছে। তিনি বলেন যুগস্লভিয়া স্বাধীনতা অর্জনে অনেক ত্যাগ স্বীকার করেছে তাই তারা বুঝবে বাংলাদেশের ঘটনার মর্ম। তিনি বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার জন্য যুগস্লভিয়ার প্রতি অভিনন্দন জানান। তিনি বলেন ভবিষ্যতে যুগস্লভিয়ার সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।