২৭ জানুয়ারী ১৯৭২ঃ দিল্লীতে তাজউদ্দিন
ভারতের প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছেন তিনি বাংলাদেশ সফরের জন্য উন্মুখ হয়ে আছেন। অর্থমন্ত্রী তাজউদ্দীনের নেতৃত্ব এ ১৭ সদস্য এর একটি বাংলাদেশ প্রতিনিধিদল পবিত্র ঈদের শুভেচ্ছা জ্ঞাপনের জন্য তার সাথে দেখা করলে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন ভারতে সাধারন নির্বাচন উপলক্ষে এখনই সে সফর তিনি করতে পারছেন না। বাংলাদেশ প্রতিনিধিদল ভারতের জনগনের সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং ইন্দিরা গান্ধীর নেতৃত্ব এর প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করেন। জনাব তাজ উদ্দিন বলেন বাংলার মানুষ তাকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাজ উদ্দিন দিল্লীতে বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির এক সংবর্ধনা সভায় যোগ দেন। সেখানে তিনি বক্তৃতায় বলেন বাংলাদেশ ভারতের পরম বন্ধু। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের ভুমিকা কৃতজ্ঞ চিত্তে স্মরন করেন। তিনি আশা প্রকাশ করেন পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হয়ে উঠবে। তাজ উদ্দিন দিল্লীতে সোভিয়েত বার্তা সংস্থা তাস এর সাথে এক সাক্ষাৎকারে বাংলাদেশ এবং সোভিয়েত ইউনিয়নের বন্ধুত্ত দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত বলে আখ্যায়িত করেন।