You dont have javascript enabled! Please enable it! জানুয়ারী ১৯৭২ঃ আন্তজার্তিক রেডক্রস হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ছাদে তাদের নিজস্ব স্বল্প রেঞ্জের রেডিও এর এন্টিনা স্থাপন করছে - সংগ্রামের নোটবুক

জানুয়ারী ১৯৭২ঃ আন্তজার্তিক রেডক্রস হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ছাদে তাদের নিজস্ব স্বল্প রেঞ্জের রেডিও এর এন্টিনা স্থাপন করছে। তখন তাদের কাজ ছিল ৩-৪ লাখ বিহারীদের স্বার্থ রক্ষা করা। কিন্তু রেডক্রসের এ কাজটি যুদ্ধকালীন সময়েই করা উচিত ছিল।