২৫ জানুয়ারী ১৯৭২ঃ সোভিয়েত রাষ্ট্রদূত পোপভ ক্রেডেনশিয়াল দাখিল করেছেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ এবং সোভিয়েত কন্সাল জেনারেল পোপভ পারস্পরিক কূটনীতিক সম্পর্ক স্থাপনের নোট বিনিময় করেছেন। পরে মন্ত্রী বলেন দুতাবাস পর্যায়ে বাংলাদেশ সোভিয়েত ইউনিয়নের সাথে খুব শীঘ্রই কূটনীতিক সম্পর্ক স্থাপন করবে। তিনি বলেন আজ থেকে দু দেশ খুব ঘনিষ্ঠ সম্পর্ক রেখে কাজ করে যাবে। মন্ত্রী স্বাধীনতা যুদ্ধকালীন জাতিসংঘে সোভিয়েত ইউনিয়নের ভুমিকার ভূয়সী প্রশংসা করেন।
পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী নুরুন্নাহার সামাদ আজ পাবনা সফরে গেলে তাকে বিপুল সংবর্ধনা দেয়া হয়। পররাষ্ট্রমন্ত্রীর শ্বশুরবাড়ি পাবনা। তার সন্মানে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।