২৫ জানুয়ারী ১৯৭২ঃ পুলিশের সকল পদ মুক্তিযোদ্ধাদের জন্য- ওসমানী
বাংলাদেশের সশস্র বাহিনী প্রধান কর্নেল ওসমানী সিলেটের রেজিস্ট্রি অফিস মাঠে সংবর্ধনা সভায় বলেছেন পুলিশের সকল পদ মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত থাকবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সদর থেকে নির্বাচিত এমসিএ দেওয়ান ফরিদ গাজী। ভাষণে ওসমানী বলেন বঙ্গবন্ধুর নির্দেশিত নীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল ও সমৃদ্ধশালী হবে। তিনি অবিলম্বে মুক্তিযোদ্ধাদের প্রতি অস্র সংবরণের আহবান জানান। তিনি বলেন প্রত্যেক মুক্তিযোদ্ধাকেই পুনর্বাসন করা হবে। তিনি তাদের পুলিশ বাহিনীতে যোগদানের আহবান জানান। তিনি বলেন পুলিশের পরবর্তী সকল শুন্য পদ তাদের জন্য রিজার্ভ থাকবে। তিনি স্ব স্ব এলাকার পঙ্গু মুক্তিযোদ্ধার পুনর্বাসনে এগিয়ে আসার জন্য জনগনের প্রতি আহবান জানান।
তিনি বলেন স্বাধীন বাংলাদেশে নির্ভেজাল গনতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি সক্রিয় সমর্থনের আহবান জানান। তিনি বলেন বঙ্গবন্ধুর নির্দেশিত নীতি বাস্তবায়নের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল ও সমৃদ্ধশালী হয়ে উঠবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে অস্র সমর্পণের জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানান।
এর আগে ওসমানীকে স্বাগত জানাতে বিমানবন্দরে প্রচুর লোকের সমাগম হয়। তারা বিভিন্ন শ্লোগানে বিমানবন্দর এলাকা মুখরিত রাখে। এ সভা ছাড়াও ওসমানী আরও দুটি সভায় বক্তৃতা দেন।
ওসমানী পরে তার গ্রামের বাড়ী পরিদর্শনে যান।