You dont have javascript enabled! Please enable it! ২৫ জানুয়ারী ১৯৭২ঃ এএফপি এর সাথে সাক্ষাৎকারে শেখ মুজিব - সংগ্রামের নোটবুক

২৫ জানুয়ারী ১৯৭২ঃ এএফপি এর সাথে সাক্ষাৎকারে শেখ মুজিব

এএফপি এর ঢাকাস্থ প্রতিনিধির সাথে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ মুজিব বলেছেন পাকিস্তান কতৃক বাংলাদেশকে স্বীকৃতি দানই ঢাকা পিণ্ডি ভবিষ্যৎ সম্পর্ক এর চাবিকাঠি নিহিত। তিনি বলেন ৩০ লাখ বাঙালি হত্যার পর পাকিস্তানের উভয় অংশ পুনঃস্থাপন করা সম্ভব নয়। ২য় বিশ্বযুদ্ধের পর ফ্রান্স জার্মানির সম্পর্কের চেয়ে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আরও কঠিন রুপে আছে।
যুগোস্লভিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার প্রেসিডেন্ট টিটোর একটি বার্তা যুগোস্লাভ কন্সাল জেনারেল জনাব মিরকো সেক শেখ মুজিবের কাছে পৌঁছে দেন। জবাবে শেখ মুজিবুর রহমান যুগোস্লভিয়ার স্বীকৃতিতে আনন্দ প্রকাশ করে বলেন যুগোস্লভিয়া সমাজতন্ত্র এবং জোটনিরপেক্ষ আন্দোলনের একটি নেতৃস্থানীয় দেশ এবং দেশটি বাংলাদেশের জনগনের ইচ্ছাকে সন্মান করেছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টো বলেছেন তিনি ত্রি পক্ষীয় নয় ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবের সাথে পৃথক পৃথক বৈঠকে বসতে চান।
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ইন্দিরা গান্ধীর কাছে পাঠানো এক বানীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বলেছেন বাংলাদেশ ভারত সম্পর্ক উভয়ের স্বার্থেই জোরালো হবে। ইন্দিরা গান্ধীর নেতৃত্ব এ অর্থনৈতিক ক্ষেত্রে এবং স্বাধীনতা ন্যায় বিচার ও শান্তির আদর্শ বিকাশের ব্যাপারে ভারত যে সাফল্য অর্জন করেছে তার জন্য তিনি ইন্দিরা গান্ধীকে অভিনন্দন জানান।
সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ মুজিবুর রহমান সোভিয়েত ইউনিয়নকে অভিনন্দন জানিয়ে এক বানী দিয়েছেন। তিনি বলেন এ স্বীকৃতির ফলে দুই দেশের মধ্যে সহযোগিতার হাত সম্প্রসারিত হবে। একই সাথে দু দেশ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে উপকৃত হবে। তিনি মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতা কৃতজ্ঞ ভরে স্মরণ করেন।
ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহ প্রধানমন্ত্রী শেখ মুজিবের সাথে সাক্ষাৎ করেছেন।
ঢাকায় কর্মরত মার্কিন ত্রান সংস্থা কেয়ার এর পরিচালক হেনরি সেজ আজ প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন।